| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল


ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল


রহমত নিউজ     24 October, 2025     08:32 PM    


ইসকন নিষিদ্ধ এবং মুফতি মহিবুল্লাহকে গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আলেম ওলামা ও তৌহিদ জনতা।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের শহরের জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের জেলা এসপি অফিস পদক্ষিন করে ৩৬ই জুলাই চত্বর এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা।

সমাবেশে গাজীপুর জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান এ-র সভাপতিত্বে  মাওলানা মুখলেসুর রহমান এ-র সঞ্চালনায়  বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান মিয়াজি, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মুফতি আবদুল মান্নান, মাওলানা কামরুল ইসলাম নোমানী, মাওলানা হোসাইন আহমেদ, কাজী নিজাম উদ্দিন, ছাত্রজনতার মুখপাত্র মাওলানা মিনহাজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মুবাশ্বির হোসাইন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মৌচাকে ১৩ বছরের মুসলিম শিশু আশামনির ধর্ষনের সার্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং  ইসকন পরিকল্পিতভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে দিল্লি এবং হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তারা মুফতি মহিবুল্লাহকে গুম করে ঢাকা থেকে পঞ্চগড় দিয়ে দিল্লীতে পাঠানোর পরিকল্পনা করেছিল। কিন্তু ইন্টিরিম সরকার এবং প্রশাসনের কিছু সদস্য বিগত স্বৈরাচার এ-র দালাল তাদের নিষিদ্ধ না করে লায় দিচ্ছে। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এই চক্রকে আইনের আওতায় আনা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে তৌহিদি মুসলিম জনতা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা